১৯৫৬ সালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অন্তর্গত দাঁতৃভাঙ্গা এলাকার সর্বসাধারনের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, জমি প্রদান, আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯৪-১৯৯৫ শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান থেকে কলেজ ক্যাম্পাসে সব সময় রাজনীতি, ধুমপান ও সন্ত্রাস মুক্ত পরিবেশ বিরাজমান। কলেজটিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থা থাকবে এ ধরনের প্রত্যয় নিয়েই কলেজটির যাত্রা শুর হয়েছে।
কলেজেটিতে ”শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।